২০১৩ সালের জনপ্রিয় বলিউড ছবি ‘রাঞ্ঝনা’-এর তামিল সংস্করণ ‘অম্বিকাপথি’ সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে নতুনভাবে মুক্তি পেয়েছে। তবে সিনেমার ক্লাইম্যাক্সে পরিবর্তন আনায় ছবির মূল অভিনেতা ধানুশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল ১ আগস্ট ‘অম্বিকাপথি’ পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেয়। এই সংস্করণে এআই প্রযুক্তি ব্যবহার করে কাহিনির পরিণতি পরিবর্তন করা হয়। যেখানে মূল সিনেমায় ধানুশের চরিত্র কুন্দনের মৃত্যু ঘটে, সেখানে নতুন সংস্করণে তাকে জীবিত দেখানো হয়েছে।
রবিবার রাতে এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ধানুশ বলেন, “রাঞ্ঝনার এআই পরিবর্তিত ক্লাইম্যাক্স আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই বিকল্প সমাপ্তি সিনেমাটির আত্মাটাই কেড়ে নিয়েছে। আমি বিষয়টি নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছিলাম, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে। এটা সেই সিনেমা নয়, যার সঙ্গে আমি ১২ বছর আগে যুক্ত হয়েছিলাম।”
তিনি তার পোস্টের ক্যাপশনে লেখেন, “For the love of cinema।”
শুধু ধানুশ নন, সিনেমাটির পরিচালক আনন্দ এল রাইও এই পরিবর্তনের বিরোধিতা করেছেন। তিনি জানান, প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল তার অনুমতি ছাড়াই সিনেমার ক্লাইম্যাক্স বদলে দিয়েছে।
অন্যদিকে, ইরোস ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে দাবি করেছে, তারা ধানুশের সঙ্গে যোগাযোগ করেছিল এবং রি-রিলিজের আগে তার কাছ থেকে কোনো লিখিত আপত্তি পায়নি।
‘রাঞ্ঝনা’ মুক্তির সময়ই দর্শকদের হৃদয় ছুঁয়েছিল কুন্দনের করুণ পরিণতি। তাই এআই দিয়ে সমাপ্তি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে একে সিনেমার মৌলিকতা নষ্ট করার প্রচেষ্টা বলে সমালোচনা করেছেন।