ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উত্তরাকে একটি পরিকল্পিত ‘গ্রিন বেল্ট’ অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বুধবার (১৬ জুলাই) রাজধানীর উত্তরার লেকপাড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, “ঢাকার পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ হ্রাসে চলতি বর্ষা মৌসুমে ডিএনসিসি ৫ লাখ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। নগরবাসীর জন্য একটি বাসযোগ্য ও সবুজ ঢাকা গড়তে তিন মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
প্রশাসক আরও বলেন, “এই উদ্যোগ কেবল গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া, যেখানে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশিত। নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের।”
উত্তরার তৃতীয় পর্যায়ের ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ির ৫ নম্বর ব্রিজ সংলগ্ন ৪ নম্বর লেকপাড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়নে এবং পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে দেশীয় প্রজাতির ৫০০টি চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ও সিএসআর বিভাগের প্রধান ফারহানা শারমিন, গ্রিন সেভারসের প্রধান নির্বাহী আহসান রনি এবং ডিএনসিসি, আইডিএলসি ও গ্রিন সেভারসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।