পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করেই ট্রেনকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এতে স্টেশন মাস্টারের গাফিলতির সম্ভাবনা থাকায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঈশ্বরদী বাইপাস স্টেশনের আরেক স্টেশন মাস্টার এস এম সাইফুল ইসলাম জানান, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনের ছয়টি চাকা ও প্রথম বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
লাইনচ্যুতির পর ভোর ৬টার দিকে ঈশ্বরদী লোকোসেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টার মধ্যে উদ্ধার কাজ শেষ হয় এবং ট্রেনটি পুনরায় পঞ্চগড় অভিমুখে যাত্রা শুরু করে।
দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।