ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। একইসঙ্গে চালু হয়েছে ব্যাংক, বিমা প্রতিষ্ঠানসহ উচ্চ ও নিম্ন আদালত। তবে অনেক বেসরকারি অফিস ইতোমধ্যেই খুলে গেছে।
আজ থেকে সব অফিস চলছে আগের সময়সূচি অনুযায়ী (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। আদালত এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও রোজার আগের সময়সূচি অনুসারে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সারাদেশে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত সরকারি ছুটি ছিল। এই দীর্ঘ ছুটিতে কর্মজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করেছেন। এখন তারা আবার কর্মস্থলে ফিরেছেন।