ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘MARCH For Palestine’-এর আহ্বানে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একইদিনে এই সংহতি কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান রইল।”
আয়োজকরা জানান, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের নীরবতায় ক্ষোভ জানাতেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী ও মানবাধিকারকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।