Ridge Bangla

ইমরান খানের সাবেক স্ত্রীর নতুন রাজনৈতিক দল গঠন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ (পিআরপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) করাচিতে এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এ সময় দলটির লোগোও উন্মোচন করা হয়।

রেহাম খান বলেন, “আজ আমি তোমাদের সাথে আমার দলের নাম শেয়ার করছি। ইনশাআল্লাহ পাকিস্তান রিপাবলিক পার্টি এমন একটি প্রজাতন্ত্রের কথা বলবে, যেখানে ‘মব বিহ্যাভিয়ার’-এর কোনো স্থান থাকবে না, যেখানে অনুভূমিক নেতৃত্বের কথা বলা হবে, এবং যেখানে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে।”

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের প্রতিষ্ঠাতা ও কারাবন্দি নেতা ইমরান খানকে মুক্ত করতে ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইমরান খান ও রেহাম খানের বিয়ে হয়। মাত্র ১০ মাস পর, ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।

রেহাম খানের নতুন রাজনৈতিক উদ্যোগ পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন। তার ঘোষিত মেনিফেস্টো ও রাজনৈতিক দর্শন ভবিষ্যতে জনগণের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কতটা গ্রহণযোগ্যতা পায়, সেটিই হবে তার রাজনৈতিক সম্ভাবনার সত্যিকারের পরিমাপক।

আরো পড়ুন