কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুললেই চমক জাগে দেশজুড়ে। দানের পরিমাণ, গহনা কিংবা বৈদেশিক মুদ্রা—সব কিছুই যেমন নজর কাড়ে, তেমনি এবার পাওয়া গেছে এক ব্যতিক্রমী বার্তা।
চার মাস ১১ দিন পর আজ শনিবার খোলা হয়েছে পাগলা মসজিদের ১১টি দান বাক্স। প্রত্যেকটি বাক্স থেকে উত্তোলিত হয়েছে নগদ অর্থ, স্বর্ণালংকার, রুপার গহনা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা—সব মিলিয়ে মোট ২৮ বস্তা দান সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।
তবে এবার দান বাক্স খুলে পাওয়া গেছে একটি চিরকুট, যা অনেককে চমকে দিয়েছে। ওই চিরকুটে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিশেষ একটি বার্তা লেখা ছিল। সেখানে লেখা হয়, “ড. ইউনুস স্যারকে আরো ৫ বছর চাই। সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।”
চিরকুটটি কে দিয়েছেন, তা জানা যায়নি। তবে এ নিয়ে মসজিদের দায়িত্বশীলরাও কিছু বলছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, পাগলা মসজিদের দান বাক্সে নিয়মিতই নানা ধরনের চিঠি বা বার্তা পাওয়া গেলেও এ ধরনের রাজনৈতিক আবেদন খুব কমই দেখা যায়। ফলে এবারের চিরকুটটি সাধারণ অনুসারীদের কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে।