Ridge Bangla

ইউনুস–মোদি বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ, মোদির প্রতিক্রিয়া কী?

modi and yunus meeting

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। তার দেশত্যাগের পরপরই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার বিষয়ে ভারতের কাছে জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ভারতকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু সেই চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি।

অবশেষে গত শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত মুহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদির বৈঠকে মোদির কাছে সরাসরি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বলা হয়।

বৈঠকের শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে লেখেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উত্থাপন করার সময় নেতিবাচক ছিলেন না নরেন্দ্র মোদি, যা দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন, হয়তো শেখ হাসিনাকে ঢাকার কাছে ফেরত দেবে দিল্লি। স্ট্যাটাসে প্রেস সচিব আরও লেখেন, “আমরা নিশ্চিত শেখ হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখবো।”

আরো পড়ুন