Ridge Bangla

আমি হতাশ কিন্তু পুতিনের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি: বিবিসিকে ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তার সঙ্গে সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১৫ জুলাই) বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, এই সংকট সমাধানে তিনি পুতিনের সঙ্গে চারবার আলোচনা করেছেন, তবে কোনো অগ্রগতি হয়নি। “আমি প্রত্যেকবার ভেবেছি এবার হয়তো শান্তি হবে। কিন্তু এরপরই ওরা (রাশিয়া) কিয়েভে ভবন ধ্বংস করে,”—বলেন ট্রাম্প।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি আগামী ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে তাদের ওপর নতুন করে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণাও দেন।

ন্যাটো প্রসঙ্গে ট্রাম্প জানান, এখন ন্যাটো নিজের ব্যয় নিজেই বহন করছে এবং সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে জিডিপির ৫% পর্যন্ত ব্যয় বাড়াতে সম্মত হয়েছে—যা তিনি “অবিশ্বাস্য অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার অবস্থানকে স্পষ্ট করে, তবে বাস্তবিক হস্তক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তাদের মতে, পুতিন তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামাতে রাজি হবেন না। ফলে, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করা আপাতত অসম্ভব।

আরো পড়ুন