জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ফের পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এর আগে, এ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩ মে। পরবর্তীতে তা ২১ দিন পিছিয়ে নেওয়া হয় এবং ২৪ মে পরীক্ষার নতুন দিন ধার্য করা হয়। তবে ফের তারিখ পরিবর্তন করে এখন ৩১ মে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, অনলাইনে প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২৫ এপ্রিল রাত ১২টায়।