Ridge Bangla

আজ প্রচারিত হচ্ছে তানিয়া বৃষ্টির প্রথম নারীকেন্দ্রিক নাটক

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবার প্রথমবারের মতো নারীকেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছেন। আওরঙ্গজেবের রচনায় ও তুহিন হোসেনের পরিচালনায় নির্মিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটি আজ বিকেল ৩টায় এনটিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

এর আগে সাগর জাহানের পরিচালনায় ‘চোখটা আমাকে দাও’ নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন বৃষ্টি। সেই নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতিও পান তিনি। এরপর থেকেই অভিনয়ে তার নিষ্ঠা আরও বেড়ে যায়। এবার ‘জয়িতার দিনরাত্রি’ নাটক নিয়ে তিনি বেশ আশাবাদী।

বৃষ্টি বলেন, “এবারই প্রথম আমি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করেছি। তুহিন ভাই সবসময়ই চাইতেন আমি ভিন্ন ঘরানার নাটকে কাজ করি। এই নাটকের গল্পও চ্যালেঞ্জিং এবং চরিত্রটি বহুমাত্রিক। নাটকে কয়েকটি ভিন্ন রূপে অভিনয়ের সুযোগ পেয়েছি। তাই সর্বোচ্চ মনোযোগ দিয়েছি চরিত্র ফুটিয়ে তুলতে।”

নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন এসআর নিহাদ এবং সম্পাদনায় ছিলেন অমিতাভ মজুমদার।

বৃষ্টি আরও বলেন, “গল্পটি দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পুরো টিম অনেক পরিশ্রম করেছে। দর্শকের ভালোলাগাই আমাদের সার্থকতা।”

এরইমধ্যে বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। পাশাপাশি অনন্য ইমন ও মহিন খানের পরিচালনায় আরও দুটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

আরো পড়ুন