Ridge Bangla

আগাম বর্ষায় ভাঙনের হুমকিতে পদ্মা সেতু প্রকল্পের জাজিরা অংশের রক্ষা বাঁধ!

আগাম বর্ষা শুরুর প্রভাবে শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা সেতু প্রকল্পের দুই কিলোমিটার রক্ষা বাঁধ ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে নদী ভাঙন শুরু হয়ে গেছে, যার ফলে নদী সংলগ্ন এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী এবং টেকসই রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ২০১০–১১ অর্থবছরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে মাঝিরঘাট থেকে পূর্ব নাওডোবা পর্যন্ত নির্মিত হয় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ। এতে ব্যয় হয় প্রায় ১১০ কোটি টাকা। কিন্তু গত বছরের নভেম্বর মাসে মাঝিরঘাট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধ ধসে নদীতে বিলীন হয়ে যায়। এতে কংক্রিটের সিসি ব্লক পানিতে ডুবে যায় এবং আশপাশের এলাকায় ফাটল দেখা দেয়।

ধসে যাওয়া অংশ মেরামতে পানি উন্নয়ন বোর্ড প্রায় দুই কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু করেছে। তবে সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে, পদ্মা নদীর পূর্ব পাশে গভীরতা বাড়তে থাকায় পুরো বাঁধটিই এখন ঝুঁকিপূর্ণ।

স্থানীয় জেলে আজিজুল হক বলেন, “বাড়ির পেছনটা ইতিমধ্যে নদীতে চলে গেছে, এবার যদি বাঁধ ভাঙে, তাহলে আর কিছুই থাকবে না।” গৃহবধূ সাদিয়া জাহান বলেন, “স্বামীর দোকান ভাঙনের হুমকিতে। রাতে ঘুমাতে ভয় লাগে।”

জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র বনিক জানিয়েছেন, বর্ষার আগেই বাঁধ সংস্কারের কাজ শেষ করার চেষ্টা চলছে। নির্বাহী প্রকৌশলী তারেক হাসান জানান, “বাঁধটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। টেকসইভাবে মজবুত করার জন্য একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।”

আরো পড়ুন