জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে চলমান সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে সরকারি বাসভবন ‘যমুনা’-তে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ ও ড. বদিউল আলম মজুমদার কমিশনের বর্তমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
বৈঠকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে কমিশনের বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়েছে। কমিশন আশা করছে, এই ধারাবাহিক আলোচনার মাধ্যমেই একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।
সংস্কার প্রক্রিয়ার গতিশীলতা ধরে রাখতে এবং নির্বাচনকালীন কাঠামো গঠনে ঐকমত্য সৃষ্টির উদ্দেশ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস।