অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের করা লিভ টু আপিলের ওপর বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। আদালতে আপিলকারীর পক্ষে নিজেই শুনানি করেন মহসিন রশিদ। অন্যদিকে ইন্টারভেনার হিসেবে যুক্ত হন লেখক ফিরোজ আহমেদ, যার পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া। পাশাপাশি বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী শিশির মনিরও ইন্টারভেনার হিসেবে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান। ওই মতামতের ভিত্তিতেই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকারের শপথকে চ্যালেঞ্জ করে মহসিন রশিদ হাইকোর্টে রিট করেছিলেন। চলতি বছরের ১৩ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেয়। সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হলেও আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে।