Ridge Bangla

ঈদ উদযাপনে লন্ডনের পথে জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঈদুল আজহা উদযাপন করতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এক মাস ঢাকায় পারিবারিক সময় কাটিয়ে স্বামী ও কন্যার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেল জানায়, ভোরে গুলশানের বাসভবন থেকে পরিবারের সদস্যদের বিদায় জানিয়ে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। ঢাকায় অবস্থানকালে তিনি রাজনৈতিকভাবে নীরব থাকলেও, দলের কিছু নেতাকর্মীর মতে, এই সফর তার ভবিষ্যৎ রাজনৈতিক অংশগ্রহণের ইঙ্গিত হতে পারে।

প্রসঙ্গত, গত ৬ মে দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন ডা. জুবাইদা রহমান। ঢাকায় ফিরে তিনি মায়ের পাশে ছিলেন, যিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। সিলেটে জন্ম নেওয়া জুবাইদা ১৯৯৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। সরকারি চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু হলেও, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে তিনি দেশত্যাগ করেন।

আরো পড়ুন