ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেছেন। এই প্রস্তাবগুলো তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করেছেন।
জেলেনস্কির প্রস্তাবনার মূল বিষয়গুলো হলো ১২ মে সোমবার থেকে স্থল, সমুদ্র ও আকাশপথে একটি শর্তহীন ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। “এর বাস্তবায়নের তদারকি পুরোপুরি সম্ভব যুক্তরাষ্ট্রের সমন্বয়ে, এটা বাস্তবসম্মত,” বলেন জেলেনস্কি।
এই বিরতির সময় “শান্তির জন্য নিরাপত্তা, রাজনৈতিক ও মানবিক ভিত্তি নিয়ে আলোচনা” শুরু হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
জেলেনস্কি সতর্ক করে বলেন, যদি রাশিয়া এই শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের জ্বালানি ও ব্যাংক খাতে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তিনি আরও জানান, ইউক্রেনের ইইউ মিত্ররা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নরওয়ের সঙ্গে মিলে একটি “মজবুত” নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের ওপর কাজ করছে।
জেলেনস্কি বলেন, “ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রধান গ্যারান্টি হিসেবে আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করাই একটি স্পষ্ট অগ্রাধিকার হিসেবে নির্ধারিত হয়েছে।”