Ridge Bangla

যুদ্ধবিরতি আলোচনা আটকাতে রাশিয়া ‘সময় কিনে নিচ্ছে’ বলে অভিযোগ জেলেনস্কির

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক ফোনালাপের পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সাময়িক আশাবাদ সৃষ্টি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে রাশিয়ার বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ এনেছেন। তিনি বলেন, “রাশিয়া যুদ্ধবিরতির আলোচনায় সত্যিকারের আগ্রহ না দেখিয়ে কেবল সময় কিনে যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছে।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, পুতিন শুধু “ভবিষ্যতের সম্ভাব্য চুক্তি” নিয়ে কথা বলেছেন এবং তার ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এড়িয়ে গেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিয়েভের। তবে ক্রেমলিন জানিয়েছে, আলোচনার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এরই মধ্যে ইউক্রেন পশ্চিমা মিত্রদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এবং জেলেনস্কির মতে, ইউক্রেন চায় রাশিয়াকে চাপের মুখে শান্তি চুক্তিতে বাধ্য করতে।

এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। ইইউ রাশিয়ার ২০০টি তেল ট্যাংকার নিষিদ্ধ করেছে, এবং যুক্তরাজ্য ১৮টি ট্যাংকারসহ রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে।

অন্যদিকে, ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা আরোপে অনিচ্ছা প্রকাশ করেছেন। তার মতে, নিষেধাজ্ঞা দিলে চলমান আলোচনার অগ্রগতি ব্যাহত হতে পারে।

আরো পড়ুন