ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার আগেই তিনি আমেরিকা যান। তবে নতুন সরকার গঠনের পর দেশে ফেরার ইচ্ছা থাকলেও সেটি এখনো বাস্তবায়ন হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও চাউর হয়েছে জায়েদ খানের বিয়ের গুঞ্জন। গত ২৯ এপ্রিল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। কেউ কেউ আবার বলছেন, তিনি একজন চিত্রনায়িকাকে ঘরণী হিসেবে বেছে নিয়েছেন। এ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা। অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন।
তবে এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার তার বিয়ের গুজব ছড়িয়েছে। পরে সেসব খবরের কোনো সত্যতা মেলেনি। এবারও বিয়ের খবরে বিস্মিত হয়েছেন অভিনেতা নিজেই।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, “আমি নিজেও ফেসবুকে দেখেছি যে, নাকি আমি বিয়ে করে ফেলেছি। এমনকি আমার স্ত্রীকে নিয়ে দুবাইয়ে হানিমুনে যাওয়ার কথাও বলা হচ্ছে! কিন্তু বাস্তবতা হলো, আমি এখনো বিয়ে করিনি।”
তিনি আরও বলেন, “বিয়ের গুজব শুনে একটু বিব্রত হলেও বিষয়টি নিয়ে হাসিও পাচ্ছে। মনে হয়, আমাকে নিয়ে কিছু লিখলেই ভাইরাল হয়, তাই এমন খবর ছড়ানো হচ্ছে। আমি বর্তমানে যুক্তরাষ্ট্রে নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং নিজেকেও সময় দিচ্ছি।”
প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জায়েদ খানের। এরপর তিনি ‘প্রতিশোধের আগুন’, ‘অন্তর জ্বালা’, ‘নগর মাস্তান’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘দাবাং’সহ বেশ কিছু আলোচিত ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢালিউডে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত।