Ridge Bangla

মম’র নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’

নতুন ওয়েব সিরিজে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। তার অভিনীত ছয় পর্বের ওয়েব সিরিজ ‘ননসেন্স’ পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে। সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু।

গল্প ও চিত্রনাট্যে রয়েছে ভিন্নধর্মী ছোঁয়া। সিরিজের মূল গল্প লিখেছেন টনি মাইকেল গোমেজ, স্ক্রিপ্টে আছেন মনসুর রহমান চঞ্চল, আর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন রাকেশ বসু নিজেই।

সিরিজ প্রসঙ্গে মম বলেন, “গল্পটা খুব অসাধারণ। এটি একটি পারিবারিক গল্প। দর্শক আজকাল ওয়েব সিরিজে যে ধরণের গল্প পছন্দ করেন, এটি সেরকমই। আশা করছি, দর্শকের ভালো লাগবে।”

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি, যিনি সমাজে সকলের মন জুগিয়ে চলতে চেষ্টা করেন। কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব থেকে জন্ম নেয় নানা নাটকীয়তা।

ওয়েব সিরিজটিতে মম ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু ও টনি মাইকেল গোমেজ।

নির্মাতা রাকেশ বসু বলেন, “এটা কোনো ডার্ক থ্রিলার নয়, বরং একই অ্যাপার্টমেন্টে বসবাসরত ভিন্ন চিন্তাধারার দুটি পরিবারের গল্প। নাটকে অনেক কিছু বলা সম্ভব হয় না, ওয়েবে আমরা কিছু বাস্তবতা সহজে তুলে ধরতে পারি। দর্শকদের মন ছুঁয়ে যাবে—এমনই গল্প ‘ননসেন্স’।”

আরো পড়ুন