Ridge Bangla

এফডিসিতে হামলাকারী যুবক আটক, মাদকাসক্ত হওয়ার সন্দেহ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)–তে চাপাতি হাতে প্রবেশ করে হামলা ও ভাঙচুরের ঘটনায় মানিক মিয়া নামের এক যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। শনিবার (৩১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। রাতেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

পুলিশ জানায়, জনসাধারণের সহায়তায় মানিক মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এফডিসি কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে, যার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক মিয়া মাদকাসক্ত। কী উদ্দেশ্যে তিনি চাপাতি হাতে সংরক্ষিত (কেপিআইভুক্ত) এলাকায় প্রবেশ করেন, তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চাপাতি হাতে মানিক মিয়া এফডিসিতে প্রবেশ করে পরিচালক খোরশেদ আলম খসরু ও এস এ হক অলিককে খুঁজতে থাকেন। তিনি দাবি করেন, পাঁচ বছর ধরে তাদের কাছ থেকে টাকা পাওনা রয়েছেন। তাদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে এফডিসির প্রশাসনিক ভবনের কাচ ভাঙচুর করেন। পরে উপস্থিত লোকজন বিষয়টি পুলিশকে জানালে, তারা দ্রুত এসে মানিক মিয়াকে আটক করে।

আরো পড়ুন