Ridge Bangla

বরিশালে ড্রামে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বরিশালে ড্রামের ভেতর লুকানো ১০ কেজি গাঁজাসহ নয়ন তালুকদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাঁজার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে নগরীর গড়িয়ারপারের ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মাহিন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নয়ন তালুকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার জানান, নয়ন ঢাকা থেকে একটি মাহিন্দ্রা গাড়িতে করে গাঁজার চালান নিয়ে বরিশালের বানারীপাড়ার দিকে যাচ্ছিলেন। রুটিন তল্লাশির অংশ হিসেবে পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুজ্জামান।

পুলিশ জানিয়েছে, গাঁজার চালানটি কোথা থেকে এসেছে এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

আরো পড়ুন