ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কারাগারে স্বামীকে দেখে ফেরার পথে এক তরুণী (২০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) রাতে তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী তরুণী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণীটি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে কারাগারের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। সিএনজিতে আগে থেকেই দুজন নারীযাত্রী ছিলেন, যারা কিছু দূর গিয়ে নেমে যান। এরপর চালক আরও ২-৩ জন পুরুষ যাত্রীকে গাড়িতে তোলেন। পরে চালক ও ওই যাত্রীরা কৌশলে তরুণীকে তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে রাতভর তাকে ধর্ষণ করেন।
ভোররাতে ধর্ষণকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ বৃহস্পতিবার দুই অভিযুক্তকে আটক করে। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”