Ridge Bangla

ইয়াশ-রিয়ার নতুন নাটক ‘এভাবেও পাশে থাকা যায়’

জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও মডেল-অভিনেত্রী রিয়া ঘোষ আবারও জুটি বেঁধেছেন নতুন নাটকে। ‘এভাবেও পাশে থাকা যায়’ শিরোনামের নাটকটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক পথিক সাধন।

এই নাটকে আরও অভিনয় করেছেন মোঃ আসাদুজ্জামান, রুবাইয়া এশা, সামি রহমান, লিজা আক্তার, ইকবাল হোসেন, হাসান জাহিদ ও আলিজা প্রমুখ।

ইয়াশ রোহান নাটকটি নিয়ে বলেন, “যখন দর্শক কোনো গল্পে যাপিত জীবনের নানা ঘটনা ও চরিত্রের মাঝে চেনা মানুষের ছায়া খুঁজে পান, তখন সেই গল্প তাদের মনে গভীর প্রভাব ফেলে। ‘এভাবেও পাশে থাকা যায়’ ঠিক তেমনই একটি গল্প, যা বর্তমান সমাজ ও সম্পর্কের প্রতিচ্ছবি হয়ে ধরা দেবে।”

উল্লেখ্য, ইয়াশ ও রিয়া ঘোষ এর আগে ‘প্রেম ও ছলনার গল্প’ নাটকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন, সেটিও পরিচালনা করেছিলেন পথিক সাধন। নতুন নাটকে তাদের রসায়ন কেমন জমে ওঠে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

আরো পড়ুন