Ridge Bangla

‘মায়ের মমতার দাম হয় না’ রাজের গল্পে ইয়াশ ও মালাইকা

ঈদুল ফিতরে ইউটিউবে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আবেগময় ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের হৃদয়ে দাগ কেটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আসছে রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘ক্ষতিপূরণ’, এবারের ঈদুল আজহা উপলক্ষে। আগের মতো এবারও তার সঙ্গে চিত্রনাট্যে যুক্ত রয়েছেন সিদ্দিক আহমেদ।

নতুন এই ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। এটি মালাইকার দ্বিতীয় নাট্যঅভিনয় হলেও প্রথমবারের মতো ইয়াশের বিপরীতে তাকে দেখা যাবে। উল্লেখযোগ্যভাবে মালাইকা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন।

গল্পের বিস্তারিত এখনই প্রকাশ না করলেও পরিচালক রাজ বলেন, “কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসেন না। মায়ের ভালোবাসার কোনো মূল্য হয় না। সেটিই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।”

২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে ‘ক্ষতিপূরণ’-এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, রাজু, সমু চৌধুরী, বুশরা, সিমলা ও ইকবালসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ, সম্পাদনা ও রঙে ছিলেন রাশেদ রাব্বি।

ফিল্মটিতে একটি নতুন গান থাকছে, যার গায়ক ও সুরকার আরফিন রুমি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম।

আসন্ন ঈদুল আজহায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আবেগঘন এই ফিল্ম ‘ক্ষতিপূরণ’, যেখানে মায়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প ফুটে উঠবে।

আরো পড়ুন