Ridge Bangla

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

সরকারি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিচালকদের বোর্ড সম্প্রতি এ ঋণ অনুমোদন করে। ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি (SITA)’ নামের একটি প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।

এই প্রকল্পের মাধ্যমে আধুনিক ও ডিজিটাল ব্যবস্থায় উন্নীত করা হবে—

  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

  • জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

  • পরিকল্পনা বিভাগ

  • সরকারি ক্রয় কর্তৃপক্ষ (বিপিপিএ)

  • মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “এই বিনিয়োগ সরকারের স্বচ্ছতা বাড়াবে, দুর্নীতি কমাবে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে সহায়ক হবে।” তিনি আরও বলেন, “উদীয়মান অর্থনীতির চাহিদা মেটাতে কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রকল্পের আওতায় চালু করা হবে দ্বিতীয় প্রজন্মের ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) এবং ডিজিটাল করা হবে সরকারি নিরীক্ষা ব্যবস্থা। এতে কর ব্যবস্থার আধুনিকীকরণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক পরিকল্পনায় স্বচ্ছতা আসবে বলে আশা করছে বিশ্বব্যাংক।

প্রকল্প প্রধান ও লিড কান্ট্রি ইকোনমিস্ট সুলেমানে কুলিবালি বলেন, “এই পাঁচ প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানো গেলে সরকারের সামগ্রিক কার্যকারিতা বাড়বে, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। এখন পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন