নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক গার্মেন্টকর্মী স্ত্রী। মঙ্গলবার রাতে আমেনা মার্কেট সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহত ব্যক্তি মানিক মিয়া জামালপুর জেলার বাসিন্দা। তিনি স্ত্রী রোজিনাকে নিয়ে আমেনা মার্কেটের পাশে বাসা ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। ঘটনার দিন রাতেও কথাকাটাকাটির একপর্যায়ে রোজিনা ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন।
প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে মানিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর রোজিনা বাসা ছেড়ে পালাননি, বরং নিজ বাসাতেই অবস্থান করছিলেন।
রোজিনা গণমাধ্যমকে জানান, “প্রেম করে দুই বছর আগে বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকেই মানিক বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সংসারের কোনো খরচ দেয় না, অন্য নারীদের নিয়ে সময় কাটায়। বহুবার তাকে সতর্ক করেছি। কিন্তু সে শোনেনি।”
নিজের কাজের ব্যাখ্যায় তিনি বলেন, “আমি তাকে ভালোবেসে সব কিছু দিয়েছি। কিন্তু সে তার শরীরের অঙ্গটি সঠিকভাবে ব্যবহার করতে জানে না—তাই আমি মনে করেছি সেটা রেখে লাভ নেই, সেই কারণেই কেটে দিয়েছি। তবুও আমি এখনো তার সঙ্গে সংসার করতে চাই।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।