‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘এতরাজ’— বলিউডে একসময় দর্শকদের অন্যতম প্রিয় অনস্ক্রিন জুটি ছিলেন অক্ষয় কুমার ও প্রিয়াংকা চোপড়া। টানা একাধিক সফল ছবিতে অভিনয়ের মাধ্যমে তারা রোমান্টিক রসায়নের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন। কিন্তু হঠাৎ করেই এই জনপ্রিয় জুটি হারিয়ে যায় পর্দা থেকে। শুরু হয় নানা গুঞ্জন।
২০০৪-০৫ সালের দিকে অক্ষয়-প্রিয়াংকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা কানাঘুষা শুরু হয়। ঘনিষ্ঠ দৃশ্য, একসঙ্গে সময় কাটানো ও একাধিক ছবিতে একসঙ্গে অভিনয়ের কারণে তাদের নিয়ে রটতে থাকে প্রেমের গুঞ্জন। যদিও কেউ প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি।
এই প্রসঙ্গে পরিচালক সুনীল দর্শন এক সাক্ষাৎকারে জানান, “টুইঙ্কল খান্না (অক্ষয়ের স্ত্রী) চাচ্ছিলেন না তার স্বামী প্রিয়াংকার সঙ্গে আর কাজ করুন। আমার পরিচালিত ‘বরসাত’ ছবিতে অক্ষয় অভিনয় করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। তার বদলে ছবিতে যুক্ত হন ববি দেওল।”
সুনীল দর্শন আরও বলেন, “অক্ষয় ও প্রিয়াংকার কেমিস্ট্রি দুর্দান্ত ছিল। আমি একটি গান শুট করেছিলাম, যেটা সেনসুয়াল হলেও কখনোই অশালীন ছিল না। কিন্তু প্রিয়াংকার আন্তর্জাতিক সফরের পরেই ঘটনাগুলো দ্রুত বদলে যায়। শুনেছিলাম টুইঙ্কলের আপত্তির কারণেই সবকিছু থেমে যায়।”
পরিচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিডিয়া তারকাদের ব্যক্তিগত জীবনে আলোকপাত করলেও পরিচালকরা যে ক্ষতির মুখে পড়েন, সেটা কেউ ভাবেন না। অক্ষয়ের সঙ্গে কাজ না করায় আমাকে পরিকল্পনা বদলাতে হয়েছিল।”
আজও অক্ষয়-প্রিয়াংকা জুটি বলিউডপ্রেমীদের কাছে স্মরণীয়। যদিও ব্যক্তিগত সিদ্ধান্ত ও পারিবারিক পরিস্থিতির কারণে এই পথচলা থেমে গেছে, তবু তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে রয়ে গেছে এক বিশেষ আসনে।