জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও উঠে এসেছেন আলোচনায়। তবে এবার কোনো নাটক বা অভিনয় নয়, বরং একটি ইঙ্গিতপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের কারণে।
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে প্রভা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন: “হানিমুনেও নাকি মারে নিয়া যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!”
এই পোস্টে কারও নাম উল্লেখ না থাকলেও, নেটিজেনদের একাংশ মনে করছেন এটি সদ্য আলোচিত র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহত্যা এবং তার স্ত্রী সুস্মিতা সাহার অভিযোগকে ঘিরে করা। পলাশের মৃত্যুর পর তার স্ত্রী ও মা পরস্পরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন। এই প্রেক্ষাপটে প্রভার পোস্ট অনেকের চোখে এসেছে সুস্মিতার প্রতি সহানুভূতির প্রকাশ হিসেবে।
তবে বিষয়টি নিয়ে মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ প্রভার পক্ষে কথা বললেও, অনেকে একে ‘অনুচিত’ ও অপ্রাসঙ্গিক মন্তব্য হিসেবে আখ্যা দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
প্রভা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেননি, এই পোস্টের পেছনে তার নির্দিষ্ট উদ্দেশ্য বা প্রেক্ষাপট কী ছিল। ফলে এটি আদৌ পলাশ সাহা ইস্যু ঘিরে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।