১৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল রণবীর সিংয়ের। তার সঙ্গে জুটি বেঁধেছিলেন আনুশকা শর্মা। প্রথম ছবিতেই তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকমনে গভীর দাগ কাটে। সেই সময় থেকেই বলিপাড়ায় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ২০১১ সালে এক সাক্ষাৎকারে আনুশকা স্পষ্ট জানিয়ে দেন রণবীর কখনোই তার প্রেমিক হতে পারেন না।
সাক্ষাৎকারে আনুশকা বলেছিলেন, “রণবীর খুবই পরিশ্রমী, চমৎকার ছেলে। কিন্তু ও নিজের জগতে একেবারে ডুবে থাকে। সবসময় শুধু নিজের কথাই বলে যায়। আমি এমন কাউকে চাই, যে আমার কথাও শুনবে, আমার দিন কেমন গেল তা জানতে চাইবে- রণবীর সেটা করে না। তাই ওকে ডেট করা সম্ভব নয়।”
এমন মন্তব্যের জবাবে রণবীর একবার মজা করে বলেন, “আনুশকা তার প্রেমিককে খুন করে দেবে!” উত্তরে আনুশকা হেসে বলেছিলেন, “হয়তো ঠিকই বলেছে!”
‘ব্যান্ড বাজা বারাত’–এর পর তাদের দেখা যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিতে। এরপরই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে কয়েক বছর পর ‘দিল ধাড়কানে দো’ ছবিতে তারা আবার একসঙ্গে কাজ করেন।
বর্তমানে দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে সুখে আছেন। আনুশকা বিয়ে করেছেন ক্রিকেটার বিরাট কোহলিকে, তাদের দুই সন্তান ভামিকা ও আকায়। রণবীর বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোনকে এবং ২০২৪ সালে তাদের কন্যা সন্তান ‘দুয়া’র জন্ম হয়েছে।