ভারতের বিতর্কিত মডেল ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব উরফি জাভেদের এবারের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ভিসা জটিলতার কারণে তার কান যাত্রা ভেস্তে গেছে। বিষয়টি নিয়ে নিজের হতাশা ও দুঃখের কথা জানান উরফি এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে।
উরফি লেখেন, “গত কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলাম না। জীবনে অনেক কিছু ঠিকঠাক চলছিল না, বারবার ব্যর্থতার মুখে পড়ছিলাম। ব্যবসায়ও সমস্যা হচ্ছিল। প্রচুর চেষ্টা করেও সফল হতে পারিনি। ইনডে ওয়াইল্ডের মাধ্যমে কান উৎসবে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।”
তিনি জানান, কান উৎসবের জন্য বিশেষ কিছু পোশাক তৈরি করার পরিকল্পনা ছিল, যা নিয়ে তার পুরো টিম কাজ করছিল। কিন্তু ভিসা না পাওয়ার কারণে শুধু তার একার নয়, পুরো টিমের মন ভেঙে গেছে।
পোস্টে উরফি আরও লেখেন, “প্রত্যাখ্যান পাওয়া কষ্টের, কাঁদতেও হয়। আমিও কাঁদি। তবে প্রত্যেক প্রত্যাখ্যানের পেছনে একটা নতুন সুযোগ লুকিয়ে থাকে। আমার জীবনেও বহুবার এমন হয়েছে, তবুও থেমে যাইনি। আপনাদেরও থেমে যাওয়া উচিত নয়।”
ভক্তদের উদ্দেশে বার্তায় তিনি বলেন, যারা কখনও জীবনের কোনো পর্যায়ে প্রত্যাখ্যাত হয়েছেন, তারা যেন হ্যাশট্যাগ ব্যবহার করে নিজের গল্প শেয়ার করেন। তিনি সেগুলো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরবেন, যাতে অন্যরা অনুপ্রাণিত হতে পারেন।
উল্লেখ্য, সাহসী ফ্যাশন ও খোলামেলা মন্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন উরফি জাভেদ। কান উৎসবে তার অভিষেক ঘিরেও সামাজিক মাধ্যমে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল।