Ridge Bangla

কানাডায় ফিলিপিনো উৎসবে তুলে দিলো গাড়ি, অনেক হতাহতের আশঙ্কা

কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, গাড়িচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আহত ব্যক্তিরা পড়ে আছেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার পরপরই একজন চালক ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। তদন্ত চলমান রয়েছে এবং অগ্রগতির সাথে সাথে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বার্ষিক লাপু লাপু ফিলিপিনো উৎসব চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এর আগে একই দিনে উৎসবে এনডিপি দল তাদের প্রচারণা কর্মসূচি চালিয়েছিল।

এক বিবৃতিতে এনডিপি নেতা জগমীত সিং বলেন, “ভ্যাঙ্কুভারের লাপু লাপু ডে উদযাপন অনুষ্ঠানে নিরপরাধ মানুষ আহত ও নিহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত। আমার প্রার্থনা ভুক্তভোগী, তাদের পরিবার এবং ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের সঙ্গে রয়েছে।”

আরো পড়ুন