Ridge Bangla

হুথিদের আক্রমণে পানিতে পড়ে গেল ইউএস নেভির যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে গেছে। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সোমবার রণতরীর ডেক থেকে বিমানটি সরানোর সময় দুর্ঘটনাবশত সেটি পানিতে পড়ে যায়। এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন।

মার্কিন এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র এড়াতে রণতরীটি হঠাৎ বাঁক নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি ডেকে টানার সময় সঙ্গে থাকা একটি ট্রাক্টরসহ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।

নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো পাইলট ছিলেন না এবং সঙ্গে থাকা ক্রুরা নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। বিমানটির আনুমানিক মূল্য ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৬ কোটি টাকা।

হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রণতরীটি বর্তমানে লোহিত সাগরে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ইউএসএস ট্রুম্যান এর আগেও হুতিদের লক্ষ্যবস্তু হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়ালেও, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, হুতিদের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র মার্চ থেকে এ পর্যন্ত সাতটি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ৩ কোটি ডলার হলেও, কীভাবে সেগুলো হারিয়েছে—তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন