সারা বছর তুলনায় ঈদের সময়টাই যেন ঢালিউডে সিনেমার বড় উৎসব। এবারের ঈদুল ফিতরের সিনেমা বাজার বেশ জমজমাট ছিল। তার রেশ কাটতে না কাটতেই ঈদুল আজহার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ঘিরে শুরু হয়েছে উত্তেজনা ও আলোচনা। সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, এবারের ঈদুল আজহাতেও হলগুলোতে দর্শকের উপস্থিতি থাকবে ব্যাপক।
জানা গেছে, এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘পিনিক’, এবং ‘এশা মার্ডার: কর্মফল’।
তাণ্ডব: শাকিব খান ও রায়হান রাফীর আবারও একসঙ্গে কাজ দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। সিনেমাটিতে সাংবাদিক চরিত্রে বিশেষ উপস্থিতি থাকছেন জয়া আহসান। নির্মাতা জানান, “তুফান”-এর পর এবার দর্শক দেখবেন এক ভিন্নধর্মী শাকিব খানকে।
নীলচক্র: আরেফিন শুভ দীর্ঘদিন পর ফিরছেন ‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে, যেখানে তার সঙ্গে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান।
ইনসাফ: শরিফুল রাজ ও মোশাররফ করিম অভিনীত এই সিনেমার শুটিং প্রায় শেষ পর্যায়ে। পরিচালনায় সঞ্জয় সমদ্দার, সঙ্গে থাকছেন তাসনিয়া ফারিণও।
টগর: আদর আজাদ ও পূজা চেরী জুটি নিয়ে নির্মিত এই সিনেমার প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে। পরিচালনা করেছেন আলোক হাসান।
এশা মার্ডার: কর্মফল: আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ অভিনীত এই মার্ডার মিস্ট্রি সিনেমার কাজ শেষের দিকে। পরিচালক সানী সানোয়ার জানালেন, সব ঠিক থাকলে ঈদেই মুক্তি পাবে।
পিনিক: আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’ নিয়েও আলোচনা চলছে। পরিচালক জাহিদ জুয়েল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
অনিশ্চিত মুক্তি: জিয়াউল রোশানের ‘পুলসিরাত’ ও ‘জামদানি’ ঈদে মুক্তি পাবে কি না, তা নিয়ে নির্মাতারা এখনো সিদ্ধান্তহীন।
এই ঈদুল আজহায় ঢালিউডে সিনেমা হলে কেমন হিট সিনেমার মেলা বসে—তা দেখার অপেক্ষায় দর্শকরা।