Ridge Bangla

অবশেষে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে অবশেষে আলোচনায় বসতে সম্মত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অপেক্ষা করবেন। স্থানীয় সময় রোববার রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জেলেনস্কি এই ঘোষণা দেন। — সূত্র: রয়টার্স

জেলেনস্কি বলেন, “আমি সোমবার থেকেই যুদ্ধবিরতি চাই। হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে নেই। আমরা একটি সম্পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছি, যা কূটনৈতিক আলোচনার ভিত্তি তৈরি করবে। আমি আশাবাদী, এবার রুশপক্ষ কোনো অজুহাত দাঁড় করাবে না।”

এর আগে ডোনাল্ড ট্রাম্প সরাসরি চাপ প্রয়োগ করেন জেলেনস্কির ওপর, যাতে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেন। ট্রুথ স্যোশাল-এ এক পোস্টে ট্রাম্প বলেন, “পুতিন যুদ্ধবিরতি নয়, সরাসরি আলোচনায় আগ্রহী। ইউক্রেনের উচিত তার প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করা।”

ট্রাম্পের মতে, “ইস্তাম্বুলে আলোচনায় গিয়ে তারা অন্তত বুঝতে পারবে একটি চুক্তির সম্ভাবনা আছে কিনা। আর না থাকলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ জানবে, কী পরিস্থিতি চলছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে এক ভাষণে বলেন, “১৫ মে’র মধ্যেই আলোচনা শুরু হওয়া উচিত। আমরা সংঘাতের মূল কারণ নিরসনে এবং টেকসই শান্তির পথে এগিয়ে যেতে চাই।” শনিবার গভীর রাতে ক্রেমলিন থেকে দেওয়া ওই ভাষণে পুতিন আলোচনার প্রতি আগ্রহ প্রকাশ করেন।

এই প্রেক্ষাপটে ইউরোপীয় নেতারা যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ইউক্রেন সফর করে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিলেন।

এছাড়া, তুরস্ক উভয়পক্ষকে আলোচনায় বসাতে প্রস্তুত বলে জানিয়েছে। এখন বিশ্ব নেতারা এই আলোচনায় আশার আলো দেখছেন।

আরো পড়ুন