রংপুর মহানগরীতে অনুমতি ছাড়া যেকোনো সভা-সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা আয়োজন নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। মঙ্গলবার (৩ জুন) আরপিএমপি কমিশনার মো. মজিদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু রাজনৈতিক দল ও সংগঠন পুলিশের অনুমতি ছাড়াই নগরীতে সভা-সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করছে, যা জনদুর্ভোগ ও যানজটের সৃষ্টি করছে। তাই জনশৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরপিএমপি আরও জানায়, ভবিষ্যতে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা আয়োজনের আগে মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিতে হবে। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে রংপুর মহানগরীতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তবে অনেকেই আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন পদক্ষেপকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন।