Ridge Bangla

হজে অনুমতি ছাড়া প্রবেশে ২০ হাজার রিয়াল জরিমানা, কঠোর অবস্থানে সৌদি সরকার

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে কড়া সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন বা হজে অংশ নেন, তাহলে তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৬ লাখ টাকা) পর্যন্ত জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, যারা এই কাজে সহায়তা করবেন—যেমন স্পন্সর, পরিবহনকারী বা আশ্রয়দাতা—তাদের জন্য জরিমানার অঙ্ক আরও বেশি হতে পারে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল

নতুন সতর্কবার্তা অনুযায়ী, যিলক্বদ মাসের প্রথম দিন থেকে যিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কেউ যদি অনুমতি ছাড়া মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিজিট ভিসাধারী হলেও কেউ অনুমতি ছাড়া মক্কায় ঢুকলে তাকে জরিমানা দিতে হবে। কেউ যদি এ ধরনের কাজে সহায়তা করেন—যেমন আশ্রয় দেওয়া, হোটেলে রাখা, বা যানবাহনে পৌঁছে দেওয়া—তাহলে তাকে ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ৩০ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন জব্দ করা হতে পারে, যদি সেটি সহায়তাকারীর মালিকানাধীন হয়।

কোনো অবৈধ অভিবাসী বা যাদের ভিসার মেয়াদ শেষ, তারা যদি হজে অংশ নেওয়ার চেষ্টা করেন, তাহলে তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। এরপর পরবর্তী ১০ বছর তারা আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব কঠোর পদক্ষেপের উদ্দেশ্য হলো হজের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি দেশটির নাগরিক, প্রবাসী ও বৈধ ভিসাধারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—হজ সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলুন এবং অননুমোদিত কারও হজে অংশগ্রহণে সহায়তা করবেন না।

আরো পড়ুন