Ridge Bangla

তিন দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে ভিসা কড়াকড়ি

যুক্তরাজ্য সরকার পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলঙ্কা থেকে আগত শিক্ষার্থী ও কর্মী ভিসাধারীদের ওপর নতুন কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে। ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, এসব দেশ থেকে অনেক নাগরিক বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করার পর রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে থাকেন।

২০২৪ সালে শুধু এই তিন দেশ থেকেই প্রায় ১০,০০০ ব্যক্তি ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে আশ্রয়ের জন্য আবেদন করেন এবং সরকারি হোটেল ও আবাসনে অবস্থান নেন। এই প্রবণতা ঠেকাতে হোম অফিস এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) একসঙ্গে কাজ করছে এবং একটি বিশেষ মডেল তৈরির উদ্যোগ নিয়েছে।

এই মডেলটি ভিসা আবেদনকারীদের ভবিষ্যতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সম্ভাবনা নির্ধারণে সহায়তা করবে। এজন্য ব্যাংক স্টেটমেন্টসহ আবেদনকারীদের অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তাদের ঝুঁকির মাত্রা মূল্যায়ন করা হবে।

তবে অভিবাসন বিশ্লেষকদের মতে, এমন মডেল প্রয়োগে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে জাতিগত প্রোফাইলিং বা বৈষম্যের অভিযোগ উঠতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অভিবাসন বিশেষজ্ঞ ম্যাডেলিন সাম্পশন বলেন, “এই ধরনের পূর্বাভাসমূলক সিদ্ধান্ত গ্রহণ কঠিন, কারণ নির্ভরযোগ্য তথ্য সবসময় পাওয়া যায় না।”

আরো পড়ুন