গাজায় চলমান মানবিক সংকট এবং ত্রাণ কার্যক্রমে ইসরায়েলের বাধার কারণে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। পাশাপাশি, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ২০৩০ সাল পর্যন্ত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের রোডম্যাপ পুনর্মূল্যায়ন করা হবে। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কর্মকাণ্ড যুক্তরাজ্যকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
ফরেন অফিসে রাষ্ট্রদূতকে ডেকে স্পষ্ট জানানো হয়েছে যে, গাজায় ত্রাণ সহায়তার ওপর আরোপিত অবরোধ ‘অসমর্থনযোগ্য’ এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। ল্যামি বলেন, “এই সংঘাত অন্ধকারের নতুন ধাপে প্রবেশ করেছে। গতকাল গাজায় ১০টিরও কম ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, ইসরায়েল সরকারের বর্তমান অবস্থান ও পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরে দেশটির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাজ্য একাধিকবার আহ্বান জানালেও নেতানিয়াহুর সরকার ত্রাণ সহায়তা এবং যুদ্ধবিরতির বিষয়ে কোনো গঠনমূলক পদক্ষেপ নেয়নি।
ইসরায়েলি জনগণের উদ্দেশে বার্তা দিয়ে ডেভিড ল্যামি বলেন, “এই যুদ্ধ শুধু গাজাবাসীর জন্য নয়, আপনাদের দেশের আন্তর্জাতিক সম্পর্কের জন্যও ক্ষতিকর। এখনই অবরোধ তুলে সাহায্যের প্রবেশ পথ খুলে দিন।”