প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। সেটাও আবার ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে। এটি বাংলাদেশের প্রথম পরাজয় যেখানে তারা দুইশ রানের লক্ষ্য দিয়ে হারলো। ম্যাচে বাংলাদেশের পরাজয়ের সূচনা ঘটে শরিফুল ইসলামের এক ভুল থ্রো থেকে, যা বাউন্ডারিতে পরিণত হয়।
শেষ ওভারে আমিরাতের প্রয়োজন ছিল ১২ রান। তরুণ পেসার তানজিম হাসান ওভার শুরু করেন একটি ওয়াইড দিয়ে। হায়দার আলি সিঙ্গেল নিলে ধ্রুভ পারাশার একটি ফুলটসে ছক্কা হাঁকান। তখন প্রয়োজন দাঁড়ায় ৪ বলে ৪ রান। পারাশারকে বোল্ড করে কিছুটা আশার আলো দেখান তানজিম। তবে নতুন ব্যাটসম্যান মাতিউল্লাহ একটি সিঙ্গেল নিয়ে আবার ম্যাচ জমিয়ে দেন।
একটি বিমারে সমীকরণ আরও সহজ করে দেয় আমিরাতের জন্য। এরপর হায়দার আলির দুটি রানেই দল পৌঁছে যায় জয়ের বন্দরে। ঠিক সময়ে তাওহিদ হৃদয় যদি থ্রো করতেন, তবে ম্যাচ টাই করার সম্ভাবনা জেগে উঠত বাংলাদেশের জন্য।
টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে সহযোগী কোনো দলের এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই জয়ের মাধ্যমে সিরিজ এখন ১–১ সমতায় দাঁড়িয়েছে। বিসিবির অনুরোধে তৃতীয় একটি ম্যাচ যুক্ত না হলে সিরিজ জয়ের সুযোগই থাকত না বাংলাদেশ দলের সামনে। আগামী বুধবার শারজায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।