নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় আদালত দুজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—নিহত নুরুল হকের ছেলে মিলন মোল্লা এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা সজীব।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আলম মিয়া, জোবায়ের রহমান, মোজাম্মেল হক, আমিনুল ইসলাম, আব্দুল হক, বাবুল মিয়া, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে জীবন ও রহমত আলী বর্তমানে পলাতক রয়েছেন।
তদন্তে অপর এক আসামি রবিনের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, ২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ রাইস মিলের মালিক নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।