রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আব্দুল্লাহ আল নোমান, যিনি ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে হলেও তিনি রাজধানীর শাহজাহানপুর এলাকায় থাকতেন। অপরজন মো. পাভেল, যাকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, “প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা মিয়ামি পরিবহনের একটি বাস দুজনকে চাপা দেয়।”
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। একইভাবে অটোরিকশাচালকও সরে পড়েন ঘটনাস্থল থেকে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে খিলগাঁও থানা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারকে অবহিত করা হয়েছে।