Ridge Bangla

মে মাসের শেষ সপ্তাহে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর বেশিরভাগই মে মাসেই সংঘটিত হয়েছে—যেমন রিমাল, আম্ফান, মোখা।

সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ২৭ থেকে ৩০ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যা ভারতের ওড়িশা ও মায়ানমারের রাখাইন উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে।

একই সময় আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সম্ভবত বঙ্গোপসাগরের ঝড়টির আগে তৈরি হবে। বিশ্ব আবহাওয়া সংস্থার নাম তালিকা অনুযায়ী, দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাব্য নাম যথাক্রমে ‘শক্তি’ ও ‘মন্থা’।

মোস্তফা কামালের ভাষ্যমতে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টির শক্তি নির্ভর করছে আরব সাগরের ঘূর্ণিঝড়টির গতিপথ ও স্থায়িত্বের ওপর। যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগরের ঝড়টি আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।

আরো পড়ুন