হবিগঞ্জ জেলার বাহুবলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাসচালক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সিলেট থেকে ঢাকাগামী রিয়েল কোচ সার্ভিসের একটি বাসের সঙ্গে ঢাকামুখী শামীম এন্টারপ্রাইজের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, উভয় বাসচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। বিকেল ৫টা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। নিহত চালকদের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটি মহাসড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি করলেও উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।