রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একই ঘর থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মিরপুর মডেল থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল মিরপুর মডেল থানার আওতাধীন পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্ভবত দুই বোন ছিলেন বলে জানা গেছে, যদিও এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।
ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সিআইডির ক্রাইম সিন ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং হত্যার আলামত সংগ্রহ শুরু করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও হত্যাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্তের অগ্রগতি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।