বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খান একাধিকবার যৌন হেনস্তার অভিযোগের মুখে পড়েছেন। ‘মি টু’ আন্দোলনের সময় রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সালোনি চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায়ের মতো ব্যক্তিরা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নবীনা নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনেন। তিনি জানান, এক প্রজেক্ট নিয়ে কথা বলতে সাজিদের অফিসে গেলে, তিনি অপমানজনক ও অশালীন প্রস্তাব দেন।
নবীনা বলেন, “সাজিদ খান আমাকে বলেছিলেন, জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে তার সামনে বসতে। তিনি দেখতে চেয়েছিলেন আমি নিজের প্রতি কতটা আত্মবিশ্বাসী। আমি হতবাক হয়ে যাই। এরপর তিনি বলেন, ‘তুমি তো মঞ্চে বিকিনি পরো, এখানে সমস্যা কোথায়?’ পরে আমার শরীর নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।”
তিনি আরও বলেন, “আমি তাকে বলেছিলাম, যদি আপনাকে আমাকে বিকিনিতে দেখতে হয়, তবে আমি বাড়ি থেকে এনে পরব, এখনই খুলে ফেলতে পারব না। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে যাই এবং সেখান থেকে কোনোমতে বেরিয়ে আসি। কিন্তু এরপর সাজিদ আমাকে বারবার ফোন করতে থাকেন, অন্তত ৫০ বার।”
নবীনা খোলাখুলিভাবে বলেন, “সাজিদ খান একজন ভয়ঙ্কর মানুষ। আমি তাকে আর কখনো দেখতে চাই না।”
নবীনা বোলে মিলে জব হাম তুম এবং ইশকবাজ মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন।
সাজিদ খানের বিরুদ্ধে নবীনার এই অভিযোগ আবারও বলিউডে যৌন হেনস্তার পুরনো অভিযোগগুলোকে সামনে এনেছে। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে এবং অনেকেই বলছেন, অভিযুক্তদের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।