জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে নিয়ে একটি ভিডিও বুধবার (১৪ মে) রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ঘিরে তৈরি হয় বিভ্রান্তি ও উদ্বেগ। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, মিশা সওদাগর ‘মব’ বা উত্তেজিত জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এবং রাস্তায় তাকে ঘিরে মারধর করা হয়। ভিডিওতে একদল উত্তেজিত ব্যক্তিকে একজনকে মারধর করতে দেখা যায়, এবং আশপাশে জড়ো হতে দেখা যায় উৎসুক জনতাকে।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মিশা সওদাগরের হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে অনেকেই ধারণা করেন, মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
তবে প্রকৃত তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওতে যাকে মারধর করা হচ্ছে, তিনি মিশা সওদাগর নন। এটি একটি গুজবভিত্তিক ও ভুয়া ভিডিও, যা তার নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
তবে মিশা সওদাগরের হাসপাতালে থাকার ছবিটি সত্যি। জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছেন এবং সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন আগে ‘মিসড কল’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই তিনি মাঝে মাঝে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি একই জায়গায় আবারও আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান।
চলচ্চিত্র শিল্পী জায়েদ খান গণমাধ্যমকে জানান, “যুক্তরাষ্ট্রের ডালাসে মিশা ভাইয়ের সফলভাবে হাঁটুর অপারেশন হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।”