যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে চলমান রক্তপাত বন্ধের বিষয়ে কথা বলতে তিনি সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন। খবর আল জাজিরা ও বিবিসির।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, স্থানীয় সময় সকাল ১০টায় পুতিনের সঙ্গে ফোনালাপটি অনুষ্ঠিত হবে। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ন্যাটো জোটের কয়েকজন নেতার সঙ্গে কথা বলবেন এবং যুদ্ধ বন্ধের বার্তা দেবেন।
ট্রাম্প বলেন, “আশা করি, এটি একটি ফলপ্রসূ দিন হবে। আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সংঘটিত হবে।” তিনি আরও বলেন, “এটি একটি অত্যন্ত হিংসাত্মক যুদ্ধ, যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।”
ট্রাম্পের এই ঘোষণাটি এসেছে এমন এক সময়, যখন রাশিয়া ও ইউক্রেন গত শুক্রবার ইস্তাম্বুলে এক দফা আলোচনায় বসেছিল। যদিও সেই আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, তবে বন্দী বিনিময়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।