যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় এই আলাপ হয় বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস, যা আল জাজিরা সূত্রে নিশ্চিত করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আলোচনায় পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে রাশিয়া আগ্রহী। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে যদি সমঝোতা তৈরি হয়, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। আলোচনাকে তিনি ‘খোলামেলা ও গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, “রাশিয়া যুদ্ধ বন্ধে আগ্রহী, তবে এমন একটি সমঝোতা প্রয়োজন যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে।”
পুতিন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন আবার আলোচনার টেবিলে ফিরেছে।” তিনি আরও জানান, রাশিয়া একটি যুদ্ধবিরতির স্মারক তৈরিতে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লেখেন, পুতিনের সঙ্গে তার আলাপ ছিল “চমৎকার”। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইউক্রেন ও রাশিয়া শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে এবং চলমান যুদ্ধের অবসান ঘটাবে।