Ridge Bangla

সিরিয়া থেকে মার্কিন নিষেধাজ্ঞা ওঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের

মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সৌদি আরবে এক বৈঠকে মিলিত হন। সেখানে তিনি সিরিয়ার ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি শারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান। ট্রাম্প শারাকে ‘আকর্ষণীয়’ ও ‘দৃঢ় তরুণ’ বলেও অভিহিত করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনের পূর্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রেসিডেন্ট শারা এক সময় আল-কায়দার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, যাকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক্স-এ পোস্ট করে জানান, ট্রাম্প আহ্বান জানিয়েছেন—সিরিয়া যেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পথ অনুসরণ করে, যারা ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে সই করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। যুক্তরাষ্ট্রের আশা ছিল, সৌদি আরবও এতে যোগ দেবে। কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর সৌদি আরব স্পষ্ট জানিয়ে দেয়, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগ পর্যন্ত কোনো স্বাভাবীকরণ সম্ভব নয়।

মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “সৌদি আরব জানিয়েছে, তারা নিজেদের সময়মতো চুক্তিতে যোগ দেবে।” তিনি আরও বলেন, “সিরিয়ার সঙ্গে আল-কায়দার অতীত সম্পর্ক নিয়ে কিছু উদ্বেগ থাকলেও, আমি একটি বড় নীতিগত পরিবর্তনের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”

আরো পড়ুন