ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামুনকান্দা জংশন এলাকায় সিগন্যাল ব্যবস্থার ভুলের কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে এ দুর্ঘটনার পর থেকে প্রায় ১২ ঘণ্টা ধরে দক্ষিণাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ রেলপথে চলাচল বন্ধ রয়েছে।
ভাঙ্গা জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিন ও লাগেজ বগি একটি লাইন থেকে অন্য লাইনে চলে যায় এবং সেখানেই লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঘটনার সময় ট্রেনটিতে ৬০০–৭০০ যাত্রী ছিলেন, যারা তীব্র ভোগান্তির মধ্যে পড়েন। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে।
ঘটনার জন্য দায়ী পয়েন্টম্যান নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাচিনা খাতুন জানিয়েছেন, নজরুল অনুমতি ছাড়াই সিগন্যাল পরিবর্তন করেন, যা এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে প্রমাণিত হয়েছে।
রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। উদ্ধার কাজে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি রিলিফ ট্রেন ও শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিযুক্ত রয়েছেন। দ্রুত ট্র্যাক পুনরুদ্ধার ও চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন এবং কর্মীদের প্রশিক্ষণ আরও জোরদার করা হবে।